• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই বৈশাখ ১৪৩১ দুপুর ১২:১২:১১ (26-Apr-2024)
  • - ৩৩° সে:

ব্রেসওয়েলের জোড়া আঘাতে হারের শঙ্কায় পাকিস্তান


শুক্রবার ৬ই জানুয়ারী ২০২৩ দুপুর ০২:৪০



ব্রেসওয়েলের জোড়া আঘাতে হারের শঙ্কায় পাকিস্তান

ছবি : সংগৃহীত

স্পোর্টস ডেস্ক :

করাচি টেস্টে শেষ দিনে জয়ের জন্য ৩১৯ রানের লক্ষ্যে ব্যাট করছে পাকিস্তান। পঞ্চম দিনের শুরুতে নিউজিল্যান্ড স্পিনার ইশ সোধির ঘুর্ণিতে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন পাকিস্তানি ওপেনার ইমাম-উল-হক। লাঞ্চ বিরতির আগেই কিউই স্পিনার বেসওয়েলের জাদুতে বাবর আজম ও শান মাসুদ আউট হলে হারের শঙ্কায় পাকিস্তান।

চতুর্থ দিনের শেষ বিকেলে কোনো রান তোলার আগেই আব্দুল্লাহ শফিক ও মির হামজার উইকেট হারায় স্বাগতিকরা। প্রাথমিক বিপর্যয়ের ধাক্কা সামাল দেয়ার দায়িত্ব নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে ইমাম-উল-হক ও শান মাসুদ। তবে, বেশিক্ষণ টিকতে পারেননি ইমাম-উল-হক। সোধি’র বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন এই ওপেনার। এরপর ক্রিজে আসেন পাক অধিনায়ক বাবর আজম। শান মাসুদকে নিয়ে ৪২ রানের জুটি গড়েন কিন্তু এরপরেই ছন্দপতন ঘটে পাকিস্তানের। ২ ওভারের ব্যবধানে বাবর আজম ও শান মাসুদকে আউট করেন ব্ল্যক ক্যাপস স্পিনার ব্রেসওয়েল।

বাবর আজম করেন ২৭ রান এবং শান মাসুদ করেন ৩৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন। ৮০ রানে ৫ উইকেট হাড়িয়ে খাঁদের কিনারায় চলে যায় পাকিস্তান। ম্যাচ বাঁচাতে ক্রিজে আছেন উইকেট কিপার ব্যাটার সারফরাজ ও প্রথম ইনিংসে সেঞ্চুরি করা সউদ শাকিল। শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ৯১ রান। দুই অপরাজিত ব্যাটার সারফরাজ ১০ রাম এবং সউদ শাকিল ১ রানে অপরাজিত আছেন।

এরআগে ৫ উইকেটে ২৭৭ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। করাচিতে তৃতীয় খেলায় দিনের ৪০৭ রানের সঙ্গে ১ রান যোগ করেই নিজেদের প্রথম ইনিংসে অলআউট হয় পাকিস্তান। ১২৪ রানে অপরাজিত থাকেন সউদ শাকিল। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় ব্ল্যাক ক্যাপসরা। রানের খাতা খোলার আগেই বিদায় নেন ডেভন কনওয়ে। তবে টম লাথাম, টম ব্লান্ডেল ও মিচেল ব্রেসওয়েলের অর্ধশতকে ঘুরে দাঁড়ায় দলটি। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ২৭৭ রানে ইনিংস ঘোষণা করে কিউইরা। লাথাম ৬২, ব্লান্ডেল ও ব্রেসওয়েল করেন ৭৪ রান করে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ