• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:৩৫:০০ (25-Apr-2024)
  • - ৩৩° সে:

পশ্চিমাঞ্চলে ১০ ঘন্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক


মঙ্গলবার ১৩ই ডিসেম্বর ২০২২ সন্ধ্যা ০৭:৫৫



পশ্চিমাঞ্চলে ১০ ঘন্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক

ফাইল ফটো

এম জে সুলভ, পাবনা প্রতিনিধি :

টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে সিডিউল বিপর্যয় ঘটায় ১০ ঘন্টা বন্ধ থাকার পর পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল ফের চালু হয়েছে। 

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

এর আগে সোমবার রাত সাড়ে ১০টার দিকে কালিহাতী উপজেলার রাজাবাড়ি রেলক্রসিংয়ে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে সিডিউল বিপর্যয় ঘটায় রাজশাহী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার অসিম কুমার তালুকদারের নির্দেশে ৯টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছিল। 

যাত্রা বাতিল হওয়া ট্রেনগুলো হলো- সিল্কসিটি এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস, লালমনিরহাট এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস টাঙ্গাইল কমিউটার, ঢাকা-চাঁপাই মেইল ট্রেন-৯৯ আপ।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে পাকশী বিভাগীয় পশ্চিমাঞ্চল রেলওয়ের কন্ট্রোলার আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সিডিউল বিপর্যয়ের কারনে ট্রেন চলাচল বন্ধ ছিল বলে জানান পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সূফি নূর মোহাম্মদ। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ