স্পোর্টস ডেস্ক:
পর্দা নামতে যাচ্ছে কোপা আমেরিকার ৪৮তম আসরের। টানা দ্বিতীয়বার ফাইনালে ওঠেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। শিরোপা জয়ের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া।
আগামি ১৫ জুলাই সোমবার বাংলাদেশ সময় ভোর ৬টায় মায়ামির হার্ডরক স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে দুই দল। চলমান আসরে এখনো পর্যন্ত অপরাজিত আছে আর্জেন্টিনা ও কলম্বিয়া। হাইভোল্টেজ এই ফাইনাল ম্যাচ কারা পরিচালনা করবেন সেই তালিকা প্রকাশ করেছে কনমেবল কর্তৃপক্ষ।
ফাইনাল পরিচালনার করবেন ব্রাজিলের রেফারি রাফায়েল ক্লাউস। তার সহকারী হিসেবে দায়িত্বে থাকবেন ব্রুনো পাইরেস ও রদ্রিগো কোরেয়া। এই দুই রেফারিও ব্রাজিলিয়ান। চতুর্থ ও পঞ্চম রেফারির দায়িত্ব পেয়েছেন যথাক্রমে প্যারাগুয়ের হুয়ান বেনিতেজ ও এদুয়ার্দো কারদোজা। ভিডিও অ্যাসিস্ট্যান্ট ও সহকারী ভিএআর রেফারির দায়িত্ব পালন করবেন দুই ব্রাজিলিয়ান। সব মিলিয়ে ফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন মোট ৫ ব্রাজিলিয়ান রেফারি।
মন্তব্য করুনঃ