• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৭:৩৯:০৫ (26-Apr-2024)
  • - ৩৩° সে:

টি –টোয়েন্টি বিশ্বকাপ; বড় প্রতিপক্ষ হতে পারে বৃষ্টি


শনিবার ১২ই নভেম্বর ২০২২ দুপুর ০২:৫৭



টি –টোয়েন্টি বিশ্বকাপ; বড় প্রতিপক্ষ হতে পারে বৃষ্টি

ছবি : সংগৃহীত

রোববার (১৩ নভেম্বর) মেলবোর্নে ইংল্যান্ড ও পাকিস্তানের ফাইনাল। সেমিফাইনালে দাপুটে জয় নিয়ে ফাইনালে গেছে দুদল। ফলে ফাইনালে রোমাঞ্চকর এক লড়াই দেখার আশা করাই যায়।

তবে ফাইনালে এই দুই দলের বাইরে রয়েছে আরও এক বড় প্রতিপক্ষ। ফাইনালে দুই দলের মাঠের লড়াইয়ের বাইরে চোখ রাঙাচ্ছে বৃষ্টি নামক প্রতিপক্ষ।

অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতর জানিয়েছে, ১৩ নভেম্বর বিশ্বকাপের ফাইনালের দিন মেলবোর্নের বৃষ্টি সম্ভাবনা শতভাগের কাছাকাছি। ৮ থেকে ২০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে ওই দিন। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হওয়ার কথা ম্যাচটি। খবর দ্য গার্ডিয়ান’র।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, নকআউট পর্বের ম্যাচে আছে রিজার্ভ ডে। অবশ্য বৃষ্টির শঙ্কা আছে ওই দিনও। সে দিন প্রায় ৯৫ শতাংশ বৃষ্টির পূর্বাভাস, হতে পারে ৫ থেকে ১০ মিলিমিটার পর্যন্ত।

প্রাথমিকভাবে চেষ্টা করা হবে রোববারই খেলা চালানোর। ফাইনালে ফল আনতে গেলে কমপক্ষে ১০ ওভার করে খেলা হতে হবে। সেটিও যদি সম্ভব না হয়, তাহলে ম্যাচ যাবে রিজার্ভ ডেতে। একবার ম্যাচ শুরু হয়ে গেলে প্রথম দিন যেখানে শেষ হয়েছে, রিজার্ভ ডেতে খেলা শুরু হবে সেখান থেকেই। টস হলেই ম্যাচ শুরু হয়েছে বলে ধরে নেয়া হবে।

রিজার্ভ ডে কীভাবে কাজ করবে, সেটির ব্যাখ্যায় দু’টি উদাহরণ দিয়েছে আইসিসি। ২০ ওভারেই খেলা শুরু হলো। ৯ ওভার শেষ হওয়ার পর বৃষ্টি আসায় ম্যাচ নেমে এলো ১৭ ওভারে। এরপর আবার খেলা শুরু হওয়ার আগেই বৃষ্টিতে বন্ধ হয়ে গেলো। সেক্ষেত্রে পর দিন খেলা শুরু হবে ২০ ওভার ধরেই, যেহেতু পরিবর্তিত কন্ডিশনে আগের দিন খেলা হয়নি। তবে রিজার্ভ ডেতেও যদি বৃষ্টি হানা দেয়, সে ক্ষেত্রে ওভার কমে আসতে পারে।

আরেকটি উদাহরণ হচ্ছে, ২০ ওভারের ম্যাচ শুরু হওয়ার পর যদি ৯ ওভার শেষে বৃষ্টি নামার কারণে খেলা নেমে এলো ১৭ ওভারে। তবে খেলা শুরু হওয়ার পর যদি ১ ওভার শেষে আবার বন্ধ হয়ে যায়, সে ক্ষেত্রে পরদিন ম্যাচ হবে ওই ১৭ ওভারেই।

দুই দিন মিলিয়েও ফল আনা সম্ভব না হলে শিরোপা ভাগাভাগি করবে ইংল্যান্ড ও পাকিস্তান।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ