• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৩:৫১:৪৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

নতুন চ্যাম্পিয়ন পেল লঙ্কান প্রিমিয়ার লিগ


সোমবার ২১শে আগস্ট ২০২৩ বিকাল ০৩:০২



নতুন চ্যাম্পিয়ন পেল লঙ্কান প্রিমিয়ার লিগ

দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় মানিক মিয়া নামে এক মানসিক প্রতিবন্ধীর মৃত্যু

স্পোর্টস ডেস্ক: 

২০২৩ লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল)-এর পর্দা নেমেছে। ফাইনালে ডাম্বুলা অরাকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বি-লাভ ক্যান্ডি। 

রোববার রাতে কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে ৫ উইকেটে হারিয়েছে বি-লাভ ক্যান্ডি। আগে ব্যাট করে ডাম্বুলা ১৪৮ রানের লক্ষ্য দাঁড় করায়। জবাবে ১ বল হাতে রেখে জয় তুলে নেয় বি-লাভ ক্যান্ডি। 

রান তাড়া করতে নেমে দুই ওপেনার মোহাম্মদ হারিস ও কামিন্দু মেন্ডিসের ব্যাটে ভালো শুরু পায় বি-লাভ ক্যান্ডি। পাওয়ার প্লেতে ক্যান্ডি বিনা উইকেটে ৪৭ রান তুলতে পারে। এরপর ২২ বলে ২৬ রানের ইনিংস খেলে আউট হন হারিস। দ্বিতীয় উইকেটে মেন্ডিস ও দীনেশ চান্দিমাল যোগ করেন ৪৫ রান। ৩৭ বলে ৪৪ রানের ইনিংস খেলে বিদায় নেন মেন্ডিস। 

কিছুক্ষণ পর সাজঘরে ফিরেন চান্দিমালও। ২২ বলে ২৪ রানের ইনিংস খেলেন তিনি। এরপর চাতুরাঙ্গা ডি সিলভা ডাক মেরে বিদায় নেন। পরপর কয়েকটি উইকেট তুলে নিয়ে কিছুটা হলেও স্বপ্ন দেখতে শুরু করেছিল ডাম্বুলা। তবে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ ও আসিফ আলীর ব্যাটে জয় নিশ্চিত করে ক্যান্ডি। আসিফ ১০ বলে ১৯ রান করে আউট হলেও ম্যাথুজ ২১ বলে ২৫ রানে অপরাজিত থাকেন। 

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৭ রান তুলের সংর পায় ডাম্বুলা। ব্যাট হাতে দলটির ধনঞ্জয়া ডি সিলভা ৪০, সামারাবিক্রমা ৩৬ ও কুশল পেরেরা ৩১* রান করেন।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->