• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১১:১১:৩৫ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

প্রতিপক্ষের জন্য খুবই ভয়ানক মেসি, তাকে রুখতে সবকিছু করবো: ডেম্বেলে


শনিবার ১৭ই ডিসেম্বর ২০২২ বিকাল ০৪:২৫



প্রতিপক্ষের জন্য খুবই ভয়ানক মেসি, তাকে রুখতে সবকিছু করবো: ডেম্বেলে

সংগৃহীত

রোববার (১৮ ডিসেম্বর) ফিফা ফুটবল বিশ্বকাপের ফাইনাল। স্বপ্নের কাপ ঘরে তুলতে পুরোদমে প্রস্তুতি নিচ্ছে মেসি, এমবাপ্পেরা।

তবে এবার মাঠে ফ্রান্সের মূল টার্গেটই হবেন মেসি। এ কথা নিজেই বলেছেন ফ্রান্সের ফরোয়ার্ড ওসমানে ডেম্বেলে।

ডেম্বেলে বলেন, মেসি অন্য লেভেলের ফুটবলার। তার সাথে আমি ৪ বছর বার্সেলোনায় খেলেছি। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। কিন্তু এটা বিশ্বকাপ। সব ফুটবলারই চায় বিশ্বকাপ জিততে। আর সেটির জন্য মেসিকে আমাদের রুখতে হবে। সে যেনো কম বল পায় সে জন্য সবকিছু করবো আমরা। প্রতিপক্ষের জন্য মেসি খুবই ভয়ানক।

এদিকে, ফাইনালে মাঠে নামার আগে অনুশীলন করেছে দু’দলই। অবশ্য এদিন ক্রোয়েশিয়ার বিপক্ষে শুরুর একাদশে থাকা আর্জেন্টিনার ফুটবলারদের অনুশীলনে দেখা যায়নি। মেসিসহ অন্যান্য ফুটবলাররা রিকভারি সেশনে সময় কাটিয়েছেন জিমে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->