• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই বৈশাখ ১৪৩১ বিকাল ০৪:০৪:৩৮ (18-Apr-2024)
  • - ৩৩° সে:

রোনাদোকে অধিনায়ক করে পর্তুগালের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা


শুক্রবার ১১ই নভেম্বর ২০২২ সকাল ১১:১৪



রোনাদোকে অধিনায়ক করে পর্তুগালের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

ছবি : সংগৃহীত

প্রত্যাশিতভাবেই ক্রিস্টিয়ানো রোনালদোকে অধিনায়ক করে কাতার বিশ্বকাপের ২৬ সদস্যের চুড়ান্ত দল ঘোষণা করলো পর্তুগাল। ২৪ নভেম্বর ঘানার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পর্তুগিজদের বিশ্বকাপ অভিযান।

শুক্রবার (১১ নভেম্বর) দিবাগত রাতে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেন পর্তুগালের কোচ ফের্নান্দো সান্তোস।

অভিজ্ঞ ও নিয়মিত মুখদের প্রায় সবাই ডাক পেয়েছেন বিশ্বকাপের দলে। সিআর সেভেনের পাশাপাশি ডাক পেয়েছেন ৩৯ বছর বয়সী অভিজ্ঞ ডিফেন্ডার পেপে। দলে আছেন ব্রুনো ফার্নান্দেজ, জাও ক্যানসেলো, রুবিন দিয়াজের মতো তারকারা। চমক হিসেবে দলে ডাক পয়েছেন বেনফিকার ১৯ বছর বয়সি ফুটবলার আন্তোনিও সিলভা।

তবে দল জায়গা হয়নি পিএসজির মিডফিল্ডার রেনাটো সানচেজের। আর চোটের কারণে দলে নেই লিভারপুল ফরোয়ার্ড ডিয়েগো জটা। অফ ফর্মে থাকলেও দলে আছেন জাও ফেলিক্স।

পর্তুগালের বিশ্বকাপ স্কোয়াডে যারা জায়গা পেলেন:

গোলরক্ষক: দিয়োগো কস্তা, হোসে সা, রুই প্যাট্রিসিও

ডিফেন্ডার: দিয়োগো দালত, হুয়াও ক্যানসেলো, দানিলো পেরেইরা, পেপে, রুবেন দিয়াস, অ্যান্তোনিও সিলভা, নুনো মেন্ডেস, রাফায়েল গুয়েরেরিও  

মিডফিল্ডার: হোয়াও পালহিনহা, রুবেন নেভেস, বার্নার্দো সিলভা, ব্রুনো ফার্নান্দেস, হোয়াও মারিও, ম্যাথিয়াস নুনেস, ওটাভিও, ভিতিনহা, উইলিয়াম কারভালহো

ফরওয়ার্ড: আন্দ্রে সিলভা, ক্রিস্টিয়ানো রোনালদো, গনকালো রামোস, হোয়াও ফেলিক্স, রাফায়েল লিয়াও, রিকার্দো হোরতা।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ