• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৫ই মাঘ ১৪৩১ সকাল ১০:১৫:১৭ (28-Jan-2025)
  • - ৩৩° সে:

ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে প্রোটিয়ারা


বৃহঃস্পতিবার ২৭শে জুন ২০২৪ সকাল ১১:১৩



ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে প্রোটিয়ারা

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

টি-২০বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আফগানিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে উঠলো দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার  আফগানদের দেয়া ৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬৭ বল বাকি থাকতে ৯ উইকেটের জয় তুলে নেয় প্রোটিয়ারা। 

স্বল্প রান তাড়ায় নেমে সাবধানী ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার। দলীয় পাঁচ রানে ডি ককের উইকেট হারায় তারা। এরপর হেনড্রিকস ও মার্কারাম দেখেশুনে খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ফাইনালে দক্ষিণ আফ্রিকা প্রতিপক্ষ হিসেবে পাবে ইংল্যান্ড-ভারত ম্যাচের জয়ী দলকে। এর আগে, প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগান অধিনায়ক রশিদ খান। 

তবে শুরু থেকেই দাপট দেখাতে থাকে দক্ষিণ আফ্রিকার বোলাররা। প্রোটিয়াদের দাপুটে বোলিংয়ে মাত্র ১১.৫ ওভারেই অলআউট হয় আফগানিস্তান। দক্ষিণ আফ্রিকার পক্ষে এক ওভার ৫ বলে ৬ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন তাবরাইজ শামসি। ৩ ওভারে ১৬ রান খরচায় ৩ উইকেট পেয়েছেন মার্কো জেনসেন। দুইটি করে উইকেট পেয়েছেন নরকিয়া ও রাবাদা।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->