• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:৩৬:৪০ (26-Apr-2024)
  • - ৩৩° সে:

কোহলির ক্যারিয়ারের ২য় সেরা ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে ৩৯১ রানের টার্গেট দিলো ভারত


রবিবার ১৫ই জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৭:১৯



কোহলির ক্যারিয়ারের ২য় সেরা ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে ৩৯১ রানের টার্গেট দিলো ভারত

No Caption

স্পোর্টস ডেস্ক :

সিরিজের ৩য় ও শেষ ওয়ানডেতে আবারও ভিরাট কোহলির সেঞ্চুরিতে রানের পাহাড় দাঁড় করিয়েছে ভারত। তার অপরাজিত ১১০ বলে ১৬৬ রান আর শুভম গিলের ১১৬ রানে ভর করে ৫ উইকেটে ৩৯০ রান করেছে স্বাগতিকরা।

থিরুভানান্থাপুরমে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া। প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে ভারত। লঙ্কানদের হোয়াইটওয়াশের লক্ষ্যে শুরু থেকেই দাপুটে ছিল স্বাগতিকদের দুই ওপেনার। ৯৫ রানের উদ্বোধনী জুটি ভাঙ্গে রোহিত শর্মা ৪২ রান করে করুনারত্নের বলে আউট হলে।

এরপর ২য় উইকেটে ১৩১ রানের জুটি গড়ে দলের বিশাল সংগ্রহের ভিত গড়েন শুভম গিল আর ভিরাট কোহলি। ৯৭ বলে ১১৬ রান করে আউট হন গিল। যেখানে ছিল ১৪টি চার আর ২টি ছয়ের মার।

৩য় উইকেট জুটিতে শ্রেয়াশ আইয়ারের সাথে ১০৮ রানের জুটি গড়েন কোহলি। শ্রেয়াশ ৩২ বলে ৩৮ রান করে আউট হলেও অপ্রতিরোধ্য ছিলেন ভিরাট। তার ১১০ বলে করা ১৬৬ রানের ইনিংসে ছিল ১৩টি চার আর ৮টি ছয়ের মার। যা তার ওয়ানডে ক্যারিয়ারের ২য় সর্বোচ্চ রান। একদিনের ম্যাচে দেড়শ’ রানের মাইলফলক পার করা তার ৫টি ইনিংসের ৪টিতেই অপরাজিত ছিলেন কোহলি।

শেষ পর্যন্ত ৫ উইকেটে ৩৯০ রানে থামে ভারতের ইনিংস। লঙ্কানদের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন কাসুন রাজিথা আর লাহিরু কুমারা।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ