• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ সন্ধ্যা ০৬:০২:৫৩ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

ফাইনালে থাকবেন মোদী, থাকছে বিশাল আয়োজন


শনিবার ১৮ই নভেম্বর ২০২৩ সকাল ১১:৫৩



ফাইনালে থাকবেন মোদী, থাকছে বিশাল আয়োজন

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

বিশ্বকাপের ফাইনাল ঘিরে বিপুল আয়োজনের জন্য প্রস্তুত হয়েছে আহমেদাবাদ। গুজরাতের শহরটিতে বড় মঞ্চ রাঙাতে বেশ কয়েকটি পরিকল্পনা নেওয়া হয়েছে। ফাইনালের দিন নিজের নামের স্টেডিয়ামে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী রিচার্ড মার্লস্‌। 

গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলে দপ্তর থেকে জানানো হয়েছে ভারতের বিমানবাহিনীর একটি প্রদর্শনীয় থাকছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। 

টসের ঠিক পর বিমানবাহিনীর নয়টি বিমান মাঠের উপর দেখাবে এয়ার শো। ১০ মিনিটের প্রদর্শনীর উপর জাতীয় সঙ্গীতের সময়ও চলে যাবে বিশেষ বিমান। 

ইনিংস বিরতীতেও থাকছে নানা নানা আয়োজন। সব দলের বিশ্বকাপজয়ী অধিনায়কদের আমন্ত্রণ জানানো হয়েছে আইসিসির পক্ষ থেকে। তাদের দেওয়া হবে সংবর্ধনা। ভারতের দুই বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব ও মহেন্দ্র সিং ধোনি তাতে থাকবেন। ওই সময় বিখ্যাত সুরকার ও শিল্পী প্রীতম গান গাইবেন। 

আহমেদাবাদে এখন সমর্থকদের তিল ধারণের ঠাঁই নেই। ১ লাখ ৩২ হাজার মানুষ একসঙ্গে মাঠে বসে দেখবেন খেলা। পুরো আহমেদাবাদ শহরের ট্রাফিক ব্যবস্থা ও নিরাপত্তা নিয়ে দফায় দফায় সভা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। 

নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত থেকে ফাইনালে উঠেছে স্বাগতিক ভারত। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে পা রাখে অস্ট্রেলিয়া। ২০০৩ সালেও দুই দল ফাইনালে লড়েছিল। সেবার জিতেছিল অজিরা। ভারতের সামনে তাই শোধ তোলার সুযোগ। 

ওয়ানডে ক্রিকেট কি হারিয়ে যাচ্ছে কিনা এই বিতর্ক কদিন আগেও ছিলো চড়া। এমনকি চলতি বিশ্বকাপ চলাকালীন অংশ নেওয়া ক্রিকেটারদের কাছেও গেছে এমন প্রশ্ন। তবে বিশ্বকাপ দেখে অস্ট্রেলিয়ার কিংবদন্তি তারকা গ্রেগ চ্যাপেল রায় দিচ্ছেন, ওয়ানডে ক্রিকেট এখনো জীবন্ত ও স্পন্দনশীল। 

ওয়ানডে ক্রিকেট কি হারিয়ে যাচ্ছে কিনা এই বিতর্ক কদিন আগেও ছিলো চড়া। এমনকি চলতি বিশ্বকাপ চলাকালীন অংশ নেওয়া ক্রিকেটারদের কাছেও গেছে এমন প্রশ্ন। তবে বিশ্বকাপ দেখে অস্ট্রেলিয়ার কিংবদন্তি তারকা গ্রেগ চ্যাপেল রায় দিচ্ছেন, ওয়ানডে ক্রিকেট এখনো জীবন্ত ও স্পন্দনশীল। দারুণভাবে এগিয়েও যাচ্ছে তা। 

দেড়মাসব্যাপী বিশ্বকাপের আর বাকি আছে এক ম্যাচ। রোববার ফাইনালে লড়বে ভারত ও অস্ট্রেলিয়া। তার ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের সঙ্গে আলাপে ওয়ানডের উজ্জ্বল আগামীর কথাই বলেন চ্যাপেল,  'ওয়ানডে ক্রিকেট জীবন্ত ও স্পন্দনশীল। বিভিন্ন দিক থেকে এটি এগিয়ে যাচ্ছে। এই টুর্নামেন্টটি খুবই সফল। আগামী রোববারের পর সারাবিশ্বের ক্রিকেটপ্রেমীরা ফাঁকা ফাঁকা অনুভব করবে।' 

চ্যাপেল এরপরই কথা বলেছেন ফাইনালের দুই প্রতিপক্ষ নিয়েই। অজি তারকার মতে ভারত যে মানের ক্রিকেট খেলছে তাতে তাদের তূণে যেন অস্ত্রের কোন অভাব নেই,  'ভারত অসাধারণ ক্রিকেট খেলছে। তাদের তূনে যেন অস্ত্রের অভাব নেই।' 

২০০৩ সালে ভারতকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। সেবার অজিরাই ছিল প্রবল শক্তিশালী। এবার চ্যাপেল এই জায়গা দিচ্ছেন ভারতকে। তার মনে হচ্ছে ৬ষ্ঠ শিরোপা জিততে বিশেষ কিছু করতে হবে অস্ট্রেলিয়াকে, 'বিশেষ কিছু নিজেদের ভেতর থেকে বের করা ভীষণভাবে নির্ভর করবে অস্ট্রেলিয়া দলের উপর। তারা যদি আট বিশ্বকাপ ফাইনালের মধ্যে ছয়টি জিতে নেয়, সেটা হবে অসাধারণ।' 

ফাইনাল মঞ্চে কোহলির দিকেও নজর থাকবে চ্যাপেলের। কোহলিকে নিয়ে প্রশংসার যেন শেষ নেই তার,  'প্রথম খেলোয়াড় হিসেবে ওয়ানডেতে ৫০ সেঞ্চুরি করা বিরাট কোহলিকে দুর্দান্ত বললেও কম বলা হয়। লিটল মাস্টারকে ছাড়িয়ে এই কৃতিত্ব অর্জন তার পারফরম্যান্সের বিশালতাকে তোলে ধরে।' 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->