• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১১:১১:৪১ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

০৬:৫৬ পিএম, ০৫ অগাস্ট ২০২৪


ক্যাটাগরি

বাংলাদেশ
রাজনীতি
আওয়ামী লীগ

পদত্যাগ করে দেশ ছাড়লেন শেখ হাসিনা, গণভবন জনতার দখলে


সোমবার ৫ই আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৬:৫৬



পদত্যাগ করে দেশ ছাড়লেন শেখ হাসিনা, গণভবন জনতার দখলে

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

পদত্যাগ করে দেশ ছেড়েছেন আওয়ামী লীগ সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকারপতনের এক দফাদাবির মুখে শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়তে বাধ্য হলেন শেখ হাসিনা। 

দুপুর আড়াইটার দিকে বোন শেখ রেহানাকে নিয়ে হেলিকপ্টারে পাশের দেশ ভারতে যান তিনি। জানা যায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে ভারতের ত্রিপুরা রাজ্যেররাজধানী আগরতলার দিকেযান দুই বোন। একাধিক ভারতীয় গণমাধ্যম বিষয়টিনিশ্চিত করে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন চলতি বছরের ১১ জানুয়ারি। 

 এর আগে ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদে নির্বাচনের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০০৮ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। পরবর্তীতে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনেও জয়ী হয়ে প্রধানমন্ত্রী হন তিনি। তবে এ তিন নির্বাচন নিয়ে নানা বিতর্ক রয়েছে। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->