• ঢাকা
  • |
  • রবিবার ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১ বিকাল ০৩:২৭:৪২ (19-May-2024)
  • - ৩৩° সে:

টানা ৮ দিন ঝড়বৃষ্টির পূর্বাভাস


মঙ্গলবার ৭ই মে ২০২৪ সকাল ১১:৩৯



টানা ৮ দিন ঝড়বৃষ্টির পূর্বাভাস

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

আগামী সাত থেকে আট দিন পর্যন্ত বৃষ্টি অব্যহত থাকতে পারে। এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার (৭ মে) সকালে আবহাওয়া পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান আবহাওয়াবিদ বজলুর রশিদ। 

তিনি বলেন, বৃষ্টির পর আবারও তাপপ্রবাহ শুরু হতে পারে। তবে তখন তীব্রতা তুলনামূলক কম থাকবে। দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। তবে সারাদিন বৃষ্টি না হলেও দিনে দু’একবার বৃষ্টি ও ঝড়ো হাওয়া বেশি হতে পারে। 

এদিকে, ঝড়-বৃষ্টি শুরু হলে খোলা স্থানে না থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদফতর। গতকাল দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফেনীতে ১৩০ মিলিমিটার। 

আবহাওয়া অফিস আরও জানায়, রাজধানীতে বিকেলের পর ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা ঢাকা ও রাজশাহীতে ৮ ডিগ্রি কমতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ