• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই মাঘ ১৪৩১ রাত ০৮:০১:০১ (21-Jan-2025)
  • - ৩৩° সে:

বিশ্বকাপে বাংলাদেশকে শুভ কামনা জানিয়ে মেসিদের পোস্ট


শুক্রবার ৬ই অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৭:৫৭



বিশ্বকাপে বাংলাদেশকে শুভ কামনা জানিয়ে মেসিদের পোস্ট

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক:  

ভারতের মাটিতে পর্দা উঠেছে ১৩তম ওয়ানডে বিশ্বকাপের। দশ দলের লড়াইয়ে যেখানে মাঠ মাতাবে বাংলাদেশও। ক্রিকেট বিশ্বের জাঁকজমকপূর্ণ এ আসরে টাইগারদের শুভ কামনা জানিয়ে নিজেদের অফিশিয়াল ফেসবুক পোস্টে বার্তা দিয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ)। 

শুক্রবার (৬ অক্টোবর) এএফএ তাদের ফেসবুক পেজে লেখে, ‘আইসিসি ২০২৩ বিশ্বকাপে যাত্রা শুরু করায় বাংলাদেশ ক্রিকেট দলকে শুভ কামনা। চ্যাম্পিয়নদের উদ্দীপনা আপনাদের পরিচালিত করবে বিজয়ের পথে!’

এ নিয়ে সপ্তমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ। বিশ্ব আসরে সাকিব বাহিনীর প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে শনিবার (৭ অক্টোরব)। তার আগেই শুভ কামনা জানিয়েছে সাম্প্রতিক সময়ে খেলাধুলার মাধ্যমে বাংলাদেশের বন্ধু হয়ে ওঠা লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা।

মূলত গত কাতার বিশ্বকাপ থেকেই খেলাধুলায় দুদেশ একে অপরকে সমর্থন দিয়ে যাচ্ছে। ২০২২ ফিফা বিশ্বকাপে মেসিদের নিয়ে এদেশের মানুষের উন্মাদনা নিয়ে সংবাদ হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। যা চোখে পড়েছে মেসিদের। বিশ্বকাপ জয়ের পর  আর্জেন্টিনার ফেডারেশন ও দেশটির প্রেসিডেন্ট ফিফার বৈশ্বিক আসরে সমর্থনের জন্য বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানিয়েছিল। এবার ভারত বিশ্বকাপে বাংলাদেশকে সমর্থন জোগাতে চায় তারা।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->