• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:০৭:০৭ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

০১:৫২ পিএম, ২১ নভেম্বর ২০২২


ক্যাটাগরি

বাংলাদেশ
সারাদেশ
জেলার খবর

সুন্দরবনে নিখোঁজের তিন দিন পর জেলের মরদেহ উদ্ধার


সোমবার ২১শে নভেম্বর ২০২২ দুপুর ০১:৫২



সুন্দরবনে নিখোঁজের তিন দিন পর জেলের মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে ছিটকে পড়ে নিখোঁজের তিন দিন পর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় মোংলা বন্দরের পশুর নদীর কানাইনগর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে শুক্রবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে সুন্দরবনের নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজ হন জেলে মো. বশির (৩৮)।

তিনি উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি এলাকার মো. তৈয়ব আলি শেখের ছেলে।

মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, সোমবার সকালে পশুর নদীর কানাইনগর এলাকায় নিখোঁজ বশিরের মরদেহ ভেসে ওঠে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এখন পরবর্তী আইনি ব্যবস্থা নেয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->