• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ সকাল ০৯:১০:৫৯ (20-May-2024)
  • - ৩৩° সে:

বিসিবির নতুন কোচ হওয়ার দৌড়ে মালান


বৃহঃস্পতিবার ৯ই মে ২০২৪ সকাল ১১:৪৮



বিসিবির নতুন কোচ হওয়ার দৌড়ে মালান

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও আয়ারল্যান্ড দলের প্রধান কোচ হিসেবে যাচ্ছেন হেইনরিখ মালান। তবে এরই মাঝে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান কোচ হওয়ার জন্য আবেদন করেছেন। এর আগে ওই দায়িত্বে ছিলেন ডেভিড হেম্প। পরে তাকে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ করায় পদটি শূন্য হয়ে যায়। 

গত ২৭ ফেব্রুয়ারি বিসিবি হেম্পকে সাকিব–শান্তদের ব্যাটিং কোচের দায়িত্ব দেয়। এর আগে ২০২৩ সালের মে থেকে তিনি এইচপি ইউনিটের প্রধান কোচের দায়িত্ব সামলে আসছিলেন। হেম্পকে নতুন দায়িত্ব দেওয়ার পর বিসিবি মরিয়া হয়ে এইচপির দায়িত্বে কাউকে খুঁজছে। মে’র মাঝামাঝি থেকেই ওই দায়িত্বের জন্য যোগ্য ব্যক্তি খোঁজার কাজে নামে তারা। 

পরবর্তীতে এইচপি ইউনিটের কোচ হওয়ার জন্য আইরিশ কোচ মালানও আবেদন করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। সেখানে বিসিবির এইচপি ইউনিটের চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয় বলেন, ‘আমরা শর্টলিস্ট কোচদের এইচপি ইউনিটের জন্য সাক্ষাৎকার নেব। আগামী সপ্তাহে তাদের ডাকা হতে পারে।’ 

বিসিবি যদি ওই তালিকায় থাকা সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার মালানকে নিতে চায়, তবে তাকে শুরুর দিকে পাবে না। কারণ আগামী ১ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও ‍যুক্তরাষ্ট্রের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলবে। ফলে আয়ারল্যান্ড দলের সঙ্গে ওই সময় সেখানে ব্যস্ত থাকবেন মালান। একই সময়ে শুরু হবে বাংলাদেশের এইচপি ইউনিটের ক্যাম্প। 

বর্তমানে আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের ১১তম স্থানে থাকা আইরিশরা বিশ্বকাপের ‘এ’ গ্রুপে পড়েছে। যেখানে দুই চিরপ্রতিন্দ্বী ভারত, পাকিস্তান ছাড়াও তাদের সঙ্গী স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডা। 

মালান ছাড়াও এইচপি ইউনিটের কোচ হতে বিসিবিতে আবদেন করেছেন– গাভান টোয়াইনিং (অস্ট্রেলিয়া), নাথান হারিজ (অস্ট্রেলিয়া) ও পল অ্যাডামস (দক্ষিণ আফ্রিকা)। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ