• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:২৪:২১ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

০৭:২৮ পিএম, ২৩ জুলাই ২০২৩


ক্যাটাগরি

বাংলাদেশ
সারাদেশ
জেলার খবর

সামুদ্রিক মৎস্য আহরণে ৬৫দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ


রবিবার ২৩শে জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:২৮



সামুদ্রিক মৎস্য আহরণে ৬৫দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ

সামুদ্রিক মৎস্য আহরণে ৬৫দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ। এ উপলক্ষে বাগেরহাটের শরণখোলাসহ উপকূলজুড়ে চলছে জেলেদের কর্মচাঞ্চল্য। নিষেধাজ্ঞার ফলে মৎস্য আহরণ বন্ধ থাকায় জেলেরা দীর্ঘদিন অলস সময় কাটিয়ে আবার ফিরতে শুরু করেছেন মহাজনদের আড়তে। নিষেধাজ্ঞার মধ্যে মহাজনরা তাদের ট্রলার, জাল মেরামত সম্পন্ন করেছেন। বেশিরভাগ ট্রলার সাগরে যাবার উপযোগী করা হলেও এখনো কিছু কিছু ট্রলার তাদের জাল সামগ্রী গোছাতে পারেনি। উপজেলা মৎস্য অফিস জানিয়েছেন, সামুদ্রিক মৎস্য প্রজননের জন্য প্রতি বছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫দিন বঙ্গোপসাগরে সব ধরণের মৎস্য আহরনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। শরণখোলার মৎস্য কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে, দীর্ঘ ছুটি কাটিয়ে জেলেরা নিজ নিজ এলাকা থেকে এসে মৎস্য আড়তগুলোতে জড়ো হচ্ছেন। তারা কেউ কেউ ট্রলারে জাল তুলছেন। কেউ রসদ কেনাকাটা ও অন্যান্য কাজে ব্যাস্ত সময় পার করছেন। শরণখোলা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় বলেন, শরণখোলার জেলে-মহাজনরা ৬৫দিনের নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন করেছেন। এই নিষেধাজ্ঞা সামুদ্রিক মৎস্য সম্পদ উন্নয়নে বিষেশ ভুমিকা রাখবে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->