• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই বৈশাখ ১৪৩১ সকাল ০৯:৩৫:২৩ (27-Apr-2024)
  • - ৩৩° সে:

ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ নেই, এটা কষ্ট দেয়: প্রধানমন্ত্রী


বুধবার ২৩শে নভেম্বর ২০২২ সন্ধ্যা ০৬:১৭



ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ নেই, এটা কষ্ট দেয়: প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বকাপ ফুটবল চলছে, কিন্তু বাংলাদেশ নেই। এটা কষ্ট দেয়। তিনি বলেন, ‘যদিও বিশ্বকাপ হচ্ছে আমাদের কোনো অবস্থানই নাই, ফুটবলে...এটা আসলে কষ্টই দেয়। রোজ খেলা দেখি, যখনই সময় পাই... ঠিক এই কথাই ভাবি, কবে আমাদের ছেলেরা-মেয়েরা সুযোগ পাবে।’

বুধবার (২৩ নভেম্বর) বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ’র তৃতীয় আসরের সমাপনী ও পদক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আমাদের মেয়েরা অনেক ভালো করছে। এতে কোনো সন্দেহ নাই। মেয়েরা সাফ গেমসে, এশিয়ান গেমসে ফুটবল-ক্রিকেটে পারদর্শীতা দেখাচ্ছে। আমি মনে করি আমাদের ছেলেরাও পারবে।

তিনি বলেন, খেলাধুলা যুব সমাজকে পথ দেখায়। মাদক, জঙ্গিবাদ, সস্ত্রাস চাই না। আমরা চাই উন্নয়ন। খেলাধুলার বিকাশে সরকারের পৃষ্ঠপোষকতা প্রয়োজন। সেভাবেই কাজ করছি আমরা। সারা দেশে মিনি স্টেডিয়াম করে দিচ্ছি।

সরকারপ্রধান বলেন, আমরা আমাদের খেলোয়াড়দের বিকশিত হওয়ার জন্য প্রশিক্ষণ দিচ্ছি, সামনে আরও সুযোগ করে দেবো। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ