• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:০৯:৩২ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

জঙ্গি আস্তানা সন্দেহে নেত্রকোনায় বাড়ি ঘিরে রেখেছে পুলিশ


শনিবার ৮ই জুন ২০২৪ সন্ধ্যা ০৭:৪৯



জঙ্গি আস্তানা সন্দেহে নেত্রকোনায় বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

নেত্রকোনা সদর উপজেলার কাইলাটী ইউনিয়নের ভাসাপাড়া গ্রামের একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রেখেছে পুলিশ। ওই বাড়িতে জঙ্গিদের অবস্থান, মহিলা ও শিশুসহ জঙ্গি থাকায় বাড়িটি ঘিরে রাখা হয়েছে। 

শনিবার (৮ জুন) দুপুরে প্রাথমিক তল্লাশি চালায় পুলিশের একটি বিশেষ টিম। এ সময় একটি ভারতীয় পিস্তল, ১৭ রাউন্ড গুলি ও একটি ডামি একে ৪৭ বন্দুক উদ্ধার করে। 

এর আগে শুক্রবার (৭ জুন) রাতেই গোপন সূত্রের খবরের ভিত্তিতে শনিবারের এ অভিযান চালায় পুলিশ সদস্যরা। 

তবে বাড়ির ভেতরে বোমা থাকতে পারে ধারণায় ময়মনসিংহ থেকে বোমা ডিসপোজাল টিম এসেছে। 

স্থানীয় লোকজন জানায়, ওই বাড়িতে মহিলা ও শিশু রয়েছে। পুরুষ জঙ্গি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নেত্রকোনার পুলিশ সুপার ফয়েজ আহমেদ ঘটনাস্থল থেকে জানান, বাড়ির মালিক হচ্ছেন অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার ড. আব্দুল মান্নান। তার বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলার স্বরমশিয়া ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে। তবে তিনি গাজীপুরে থাকেন। 

তিনি আরও জানান, দুই বছর আগে বাড়িটি আরিফ নামের এক ব্যক্তিকে ভাড়া দেওয়া হয়েছে। তবে তাকে পাওয়া যায়নি। স্থানীয় লোকজন বলছে, পুলিশ আসার বিষয়টি টের পেয়ে জঙ্গিরা হয়ত পালিয়ে যেতে পারে। এই পর্যন্ত খবর দিলাম। পরে নিউজের অগ্রগতি জানাব। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->