ঢাকার সেন্ট্রাল হাসপাতালে অস্ত্রোপচারের পর নবজাতক ও প্রসূতির মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসককে গ্রেপ্তারের প্রতিবাদে দেশজুড়ে চিকিৎসকদের কর্মসূচীর অংশ হিসেবে নেত্রকোণায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে নেত্রকোণা মেডিকেল কলেজের সামনে এই কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএমএর সহ-সভাপতি রঞ্জন কর্মকার, সাধারণ সম্পাদক আহসান কবীর রিয়াদ, নেত্রকোণা মেডিকেল কলেজের অধ্যক্ষ শ্যামল কুমার পাল এবং অধ্যাপক জীবন কৃষ্ণ সরকারসহ অন্যরা। বক্তারা বলেন, চিকিৎসকদের গ্রেপ্তারের মধ্য দিয়ে অন্যায়ভাবে হেনস্থা করা হচ্ছে। অবিলম্বে তাদের মুক্তির দাবি জানান বক্তারা। একই দাবিতে আগামি সোম ও মঙ্গলবার কর্মবিরতি পালনের স্ধিান্ত নিয়েছেন চিকিৎসকরা।
মন্তব্য করুনঃ