স্পোর্টস ডেস্ক:
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠলো ভারত।
গায়ানায় টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ৬৮ রানে হারায় ভারত। আগে ব্যাটিং করে ১৭১ রান করে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন অধিনায়ক রোহিত শর্মা।
এছারা সূর্যকুমার যাদব ৪৭ ও হার্দিক পান্ডিয়া করেন ২৩ রান। অপরদিকে, লক্ষ্যে তাড়া করতে নেমে ভারতের বোলারদের সামনে দাড়াতেই পারেননি ইংলিশ ব্যাটাররা। গুটিয়ে যায় ১০৩ রানেই । সর্বোচ্চ ২৫ রান করেন হ্যারি ব্রুক। টি-টোয়েন্টির ফাইনালে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
মন্তব্য করুনঃ