• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫০:০৮ (21-Jan-2025)
  • - ৩৩° সে:

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লড়াই আজ


সোমবার ৬ই নভেম্বর ২০২৩ সকাল ১০:৩৬



শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লড়াই আজ

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

বিশ্বকাপ থেকে পাওয়ার কিছু নেই বাংলাদেশ ও শ্রীলঙ্কার। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভবনা জিইয়ে রাখতে জয় চাই বাংলাদেশের। একটি জয় বেশি নিয়ে কিছুটা সুবিধাজনক অবস্থানে লঙ্কানরা। এমন ম্যাচে জয়ে চোখ দুই দলের। দিল্লিতে খেলা শুরু আজ সোমবার বেলা আড়াইটায়। 

শেষ পাঁচ ম্যাচের সবগুলোতে শর্ট বলে আউট হয়েছে। পুল, কাট অথবা ডিফেন্ড কিছুই ঠিক হচ্ছে না। সাকিবের এমন অনুশীলন বলে দেয় কতটা ভাবাচ্ছে পেস ও বাউন্স ডেলিভারি। সাকিব ৬ ম্যাচে করেছেন ১০৪ রান। 

মুশফিক, লিটনও ধারাবাহিক নয়। ব্যাটিং অর্ডারে সবচেয়ে বড় চিন্তা শান্তকে নিয়ে। ব্যাটিংয়ে, ব্যাটিং অর্ডারে কী সমস্যা জানা নেই চন্ডিকার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনও খেলার স্বপ্ন দেখছেন। সব সমালোচনা দূরে রেখে দুই ম্যাচেই ফোকাস তাঁর। 

হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, 'আমরা অনেক কাজ করছি, শান্তর কী সমস্যা বলতে পারছি না। ও কেন প্রথম বলেও আউট হচ্ছে সেটাও বলা যাচ্ছে না। ব্যাটিং অর্ডার পরিবর্তন তো বড় প্রভাব ফেলার কথা না।' 

একাদশে একটা পরিবর্তন আসতে পারে। সুযোগ পেতে পারেন জুনিয়র সাকিব। তিন পেসারের সঙ্গে মিরাজ, সাকিব। এশিয়া কাপে ভালো করার রেকর্ডে আরও একটা সুযোগ পাবেন হৃদয়। 

শ্রীলঙ্কা দল মাঠে এসেও ঠিক মতো অনুশীলন করতে চায়নি। ওরা দিল্লিতে ম্যাচ খেলতেই রাজি ছিল না। কিছু করার আছে কী না সেই জিজ্ঞাসা করেছিল আইসিসিকে। উপায় না দেখে সব মানিয়ে নিয়েই মাঠে নামতে হবে মেন্ডিসদের। 

দলের অধিনায়ক কুশাল মেন্ডিস বলেন, 'আমরা খেলো খেলছি তেমনটা নয়। তবে আশা করি এই ম্যাচে ভালো কিছু করতে পারব। শেষ ম্যাচে ব্যাটাররা খুব খারাপ করেছে। বাংলাদেশ ভালো দল, সতর্ক থাকতে হবে।' 

বিশ্বকাপে দিল্লির উইকেটে অনেক রান হয়েছে। ব্যাটারদের দায়িত্ব বেড়ে যাচ্ছে। তবে আইপিএলে মুস্তাফিজের হোম ভেন্যুতে তার দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ দল। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->