• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১০:৩৯:১৬ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

আমরা এখন শেষ ম্যাচে খেলতে যাচ্ছি, যা চেয়েছিলাম: মেসি


বুধবার ১৪ই ডিসেম্বর ২০২২ দুপুর ০২:০২



আমরা এখন শেষ ম্যাচে খেলতে যাচ্ছি, যা চেয়েছিলাম: মেসি

No Caption

আর মাত্র একটি জয় থকে দূরে! যে জয় ঘুচাতে পারে ৩৬ বছরের খরা। রাতে ক্রোয়েটদের ৩-০ গোলে বিধ্বস্ত করে স্বপ্ন পূরণের কাছাকাছি চলে যায় মেসির আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে এই আলবিসেলেস্তারা।

ম্যাচের শেষে মেসি বললেন, আমার মনে এখন অনেক কিছুই খেলে যাচ্ছে, এমন কিছু দেখাটা সত্যি রোমাঞ্চকর। এই খেলোয়াড়দের দেখা, পুরো বিশ্বকাপজুড়ে পরিবারের ছোঁয়া পাওয়াটা অবিশ্বাস্য। আমরা এখন শেষ ম্যাচে খেলতে যাচ্ছি, যা আমরা চেয়েছিলাম।

এলএমটেন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ সেরা হয়েছেন। এই পুরস্কার নিজেকে ছাড়া কাকে দিতে চান, এমন প্রশ্নের জবাবে মেসি বলেন, প্রত্যেক খেলোয়াড়ই ভালো খেলেছে। কিন্তু আমার যদি সুযোগ থাকতো তাহলে হুয়ান আলভারেজকে দিতাম। সে এক্সট্রা অর্ডিনারি খেলেছে।

মেসি আরও বলেন, বিশ্বকাপ ক্যারিয়ারকে ফাইনাল দিয়ে শেষ করাটা দারুণ। আমি এটা অর্জন করতে পেরে ভীষণ খুশি।

এদিকে, মেসির ব্যাপারে রদ্রিগো ডি পল বলেন, আমরা জার্সির সম্মান রক্ষার্থে খেলি। একইসঙ্গে তার (মেসি) জন্যও খেলি।

আর্জেন্টিনা আগামী রোববার ফাইনালে বাংলাদেশ সময় রাত ৯টায় নামবে মাঠে। আকাশি-সাদাদের প্রতিপক্ষ হবে আজ দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্স-মরক্কোর মধ্যকার জয়ী দল।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->