জাহাঙ্গীর আলম মুকুল, ডুমুরিয়া প্রতিনিধি :
খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার(২৭ ডিসেম্বর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়।
দিবসের শুরুতে বিজিবি কর্মকর্তা এবং সামরিক ও বেসামরিক কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
পরে ব্যাটালিয়ন প্রশিক্ষণ মাঠে প্রীতিভোজের আয়োজন করা হয়।
এসময় আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান।
অনুষ্ঠানে খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, বিজিবির রিজিয়ন সদর দপ্তর যশোরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম আজাদ ও খুলনা সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশীদ সহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুনঃ