• ঢাকা
  • |
  • শুক্রবার ১৪ই চৈত্র ১৪৩০ রাত ০৩:১২:০০ (29-Mar-2024)
  • - ৩৩° সে:

বুকের ভিতর এখনও নরকের মতো ব্যথা হয়: নেইমার


সোমবার ১২ই ডিসেম্বর ২০২২ বিকাল ০৩:১৮



বুকের ভিতর এখনও নরকের মতো ব্যথা হয়: নেইমার

No Caption

আধুনিক ফুটবল দেখালো তার বাস্তবিক নিষ্ঠুর চেহারা। এখানে শৃঙ্খলা, পরিকল্পনার কাছে হেরে কাতার বিশ্বকাপ থেকে বিদায় নেয় সুন্দর ফুটবলের দেশ ব্রাজিল। ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় সেলেসাওরা। ম্যাচ শেষে নেইমাররা মাঠের মধ্যেই ভেঙে পড়েন কান্নায়। পরে নিজের ইনস্টাগ্রামে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার এক আবেগঘন পোস্ট দিয়েছেন। তিনি লেখেন, বুকের মধ্যে এখনও নরকের মত ব্যাথা হয়।

গতকাল শনিবার দেশে পৌঁছেছে নেইমাররা। বিশ্বকাপ থেকে বিদায়ের পর শোকের ছায়ায় ঢেকে পড়েছে দেশটিতে।

নিজের ইনস্টাগ্রামে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার লেখেন, ব্রাজিলের মাটিতে এখনও হারের কষ্ট ভুলতে পারেনি। নিজের ভিতরে নরকের মতো ব্যাথা অনুভব করছি। দুর্ভাগ্যবশত আমি এখনও হারতে শিখিনি। পরাজয় আমাকে শক্তিশালী করে, কিন্তু প্রতিপক্ষের খেলোয়াড়রা আমাকে খুব বেশি আঘাত করে এবং আমি এখনও এটিতে অভ্যস্ত নই।

এছাড়াও নেইমার আরও যোগ করেন , আবারও আমি ব্রাজিলের জনগণকে তাদের সমর্থন এবং স্নেহের জন্য ধন্যবাদ জানাতে চাই। আপনাদের জন্যই খেলার মাঠে আমরা লড়াই করেছি, শেষ অবধি আমাদের সাথে ভাগ্য সহায় হয়নি।

নেইমার লেখেন, সবকিছুর জন্য কাতারকে ধন্যবাদ। অসাধারণ একটি যাত্রা শুরু হয়েছিল কিন্তু ঈশ্বরের ভাগ্যে তা হয়নি।

এর আগেও শনিবার (১০ ডিসেম্বর) ইনস্টাগ্রামের পোস্টে নেইমার বলেন, আমি মানসিকভাবে ধ্বংস হয়ে গেছি। এই পরাজয় আমাকে সবচেয়ে বেশি আঘাত করেছে। ম্যাচশেষে আমি অবিরাম কান্না করেছি। আমি প্রায় ১০ মিনিটের মতো প্যারালাইজড হয়ে ছিলাম।

/আরআইএম

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ