সৈকত মন্ডল, বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের শরণখোলায় কোস্ট গার্ডের উদ্যোগে মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার(২৭ ডিসেম্বর) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের উদ্যোগে মোড়েলগঞ্জের দোনা, সোলামবাড়িয়া এবং পাতাবাড়িয়া এলাকায় এ ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
এসময় ১৬৭ জন দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া এসব এলাকায় অবৈধ মৎস্য আহরণ বন্ধ, মাদক ও মানব পাচার রোধ, অবৈধ জালের ব্যবহার বন্ধ, বনজ সম্পদ রক্ষা এবং নৌযান ও নৌপথে জানমালের নিরাপত্তা বিষয়ে স্থানীয়দের সচেতনতা বৃদ্ধিতে বক্তব্য প্রদান করেন কোস্টগার্ড কর্মকর্তারা।
এসময় স্থানীয় প্রশাসন ও বনবিভাগের প্রতিনিধিসহ এলাকার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুনঃ