স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচে প্রথমে ফিল্ডিং করবেন সাকিবরা। এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব আল হাসান।
সোমবার (৬ নভেম্বর) দুপুর আড়াইটায় দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
এ ম্যাচে একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। মোস্তাফিজুরের জায়গায় দলে ফিরেছেন তানজিম হাসান সাকিব। লঙ্কান দলেও এসেছে দুই পরিবর্তন।
বাংলাদেশ একাদশ:
লিটন দাস, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম।
মন্তব্য করুনঃ