• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ০৮:৫১:৫৯ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

শরণখোলার লোকালয়ে বাঘ, আতঙ্কে গ্রামবাসী


শুক্রবার ১৩ই জানুয়ারী ২০২৩ বিকাল ০৫:২৬



শরণখোলার লোকালয়ে বাঘ, আতঙ্কে গ্রামবাসী

বাঘের পায়ের ছাপ।

মাহফুজ বাপ্পি, শরণখোলা প্রতিনিধি :

বাগেরহাটের শরণখোলার লোকালয়ে ঢুকে পড়েছে সুন্দরবনের দুটি রয়েল বেঙ্গল টাইগার। ফলে বাঘ আতঙ্কে নির্ঘুম রাত কাটছে গ্রামবাসীর।

বৃহস্পতিবার(১২ জানুয়ারী) সকালে উপজেলার সোনাতলা গ্রামের বিভিন্ন স্থানে বাঘের পায়ের ছাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসী।

এ ঘটনার একদিন পেরিয়ে গেলেও আতঙ্ক কাটেনি বন সংলগ্ন পরিবারগুলোর।

সুন্দরবনের ভোলা নদী পার হয়ে বাঘ দুটি সোনাতলা গ্রামে ঢুকে পড়েছে বলে জানান কমিউনিটি পেট্রোলিং গ্রুপের সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম সাচ্চু। সকালে গ্রামবাসী ওইসব স্থানে বাঘের পায়ের ছাপ দেখতে পেয়ে বন বিভাগকে জানিয়েছে বলেও জানান তিনি।

বন সুরক্ষায় নিয়োজিত সদস্যরা ওই গ্রামে টহল দিচ্ছে বলে জানিয়েছেন শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মোঃ সামসুল আরেফিন।

এদিকে স্থানীয়দের সচেতন করতে বনরক্ষীদের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->