জাহাঙ্গীর আলম, ডুমুরিয়া প্রতিনিধি :
খুলনায় তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বুধবার(২৮ ডিসেম্বর) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ ফরিদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ে সদ্য পদোন্নতিপ্রাপ্ত সচিব ওয়াহিদা আক্তার।
এসময় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি বিপনন অধিদপ্তরের উপ-পরিচালক সিফাত মেহনাজ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হাফিজুর রহমান ও কৃষি জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের পরিচালক শেখ ফজলুল হক মনি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুনঃ