• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:০৫:৪৮ (03-Dec-2024)
  • - ৩৩° সে:

পাবনায় ছুরিকাঘাতে ব্যবসায়ীর মৃত্যু, আটক ১


বুধবার ২৩শে নভেম্বর ২০২২ বিকাল ০৫:৫৯



পাবনায় ছুরিকাঘাতে ব্যবসায়ীর মৃত্যু, আটক ১

ছবি : সংগৃহীত

এম.জে সুলভ, পাবনা প্রতিনিধি :

পাবনা সদর উপজেলার আরিফপুর এলাকায় ছুরিকাঘাতে আব্দুল করিম নামে এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পরই অভিযুক্ত মনি সরদারকে আটক করেছে পুলিশ। নিহত আব্দুল করিম সদর উপজেলার দোগাছি ইউনিয়নের বলরামপুর গ্রামের ঈমান আলীর ছেলে। তিনি পেশায় একজন পেঁয়াজ ব্যবসায়ী ছিলেন।

মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোমবার থেকেই মনি সরদার একটি ছুরি নিয়ে এলাকায় ঘুরছিলেন। হঠাৎ করেই পাশের গ্রামের বাসিন্দা আব্দুল করিম রাস্তা দিয়ে যাওয়ার সময় অতর্কিতভাবে তাকে ছুরিকাঘাত করেন মনি সরদার। এ সময় আব্দুল করিমের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ নিয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জুয়েল জানান, আটককৃত মনি সরদার মাদকাসক্ত বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত মনিকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ











-->