• ঢাকা
  • |
  • শনিবার ২১শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৪:২৭:১৫ (04-May-2024)
  • - ৩৩° সে:

হামলায় খেই হারিয়ে ফেলেছে ইসরাইল: ইরানের শীর্ষ কমান্ডার


রবিবার ১৪ই এপ্রিল ২০২৪ বিকাল ০৫:৪৬



হামলায় খেই হারিয়ে ফেলেছে ইসরাইল: ইরানের শীর্ষ কমান্ডার

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: 

ইরানের কড়া হামলার জবাব দিতে রীতিমতো দিশেহারা ইসরাইল! ইরানের সামরিক বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ হোসেইন বাঘেরি জানান, ইসরাইলের সামরিক, গোয়েন্দাসহ, প্রতিরক্ষা রসদ ঘাঁটিতে হামলা চালিয়েছে তেহরান। 

ইরানের পরিকল্পিত হামলা ইসরাইলের প্রতিশোধ নেয়াকে অনেক কঠিন করেছে বলে মনে করেন তিনি। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি বলেন, ইরানের এমন জবাবে দিশেহারা ইসরাইলি বাহিনী। 

বাঘেরি ইসরাইল এবং তার সহযোগীদের যেকোনো অন্যায়ের বিষয়ে সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে যেকোনো হুমকি দেশটির সশস্ত্র বাহিনী কঠোর জবাবের সঙ্গে মোকাবিলা করবে। 

বাঘেরি আরও বলেন, ইসরাইলের ওপর সফল হামলার পর আপাতত আর কোনো হামলা চালাবে না ইরান। কিন্তু ইসরাইল ইরান-সিরিয়া বা অন্য কোথাও হামলা চালালে পরবর্তী পদক্ষেপ আরও কঠোর হবে। 

 অন্যদিকে ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড কোর্পস বা আইআরজিসি'র প্রধান হোসেইন সালামি বলেন, ‘অপারেশন ট্রু প্রমিস’ গণহত্যার প্রচারক ইসরাইলের জন্য একটি দৃষ্টান্তমূলক শিক্ষা। 

 গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানি কনস্যুলেটে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইল। এতে বিপ্লবী গার্ডের দুই কমান্ডারসহ ৭ উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন। সেই থেকে দুই ইসরাইল এবং ইরানের মধ্যকার উত্তেজনা চরম পর্যায়ে ওঠে। এরপর কনস্যুলেটে  ইসরাইলি হামলার উপযুক্ত জবাব দেয়ার যে হুঁশিয়ারি ইরানের পক্ষ থেকে দেয়া হয়েছিল তা রোববার (১৪ এপ্রিল) বাস্তবায়ন করে দেশটি। ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ