• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:৪৯:৪৩ (03-Dec-2024)
  • - ৩৩° সে:

দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও তাসকিনকে পাচ্ছে না বাংলাদেশ


মঙ্গলবার ২৪শে অক্টোবর ২০২৩ সকাল ১০:৫২



দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও তাসকিনকে পাচ্ছে না বাংলাদেশ

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচেও তাসকিন আহমেদকে পাচ্ছে না টাইগাররা। বোলিংয়ের সময় ডানহাতের কাঁধে অস্বস্তি থাকায় ভারত ম্যাচেও ছিলেন না বাংলাদেশের এই স্পিডস্টার।

মঙ্গলবার (২৪ অক্টোবর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। তাসকিনকে না পাওয়ার বিষয়টি ম্যাচের আগের দিন নিশ্চিত করেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। কালকের পর থেকে তাসকিন সুস্থ হবেন বলে আশা করছেন তিনি।

ম্যাচপূর্ব সংবাদসম্মেলনে তাসকিনকে না খেলানোর ব্যাখ্যায় সাকিব বলেন, তাসকিন কালকের ম্যাচ খেলতে পারছেন না। এই ম্যাচের পর থেকে সে খেলতে পারবে। তার কাঁধে সমস্যা রয়েছে। শেষ দুই ম্যাচে ভুগছে তাসকিন। ডাক্তার ও ফিজিও সিদ্ধান্ত নিয়েছে তাকে দুই ম্যাচের বিশ্রাম দিতে।

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ খেলেছেন তাসকিন। এর মধ্যে আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে ছয় ওভার করে বল করেন এই ডানহাতি পেসার, নিউজিল্যান্ডের বিপক্ষে চেন্নাইয়ে করেন ৮ ওভার। তিন ম্যাচে কেবল দু’টি উইকেট পেয়েছেন তিনি।

তাসকিন ছাড়াও বাংলাদেশের ইনজুরি দুশ্চিন্তা আছে আরও। নিউজিল্যান্ডের বিপক্ষে ঊরুতে চোট পান অধিনায়ক সাকিব আল হাসান, পরে তিনি খেলতে পারেননি ভারতের বিপক্ষে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ











-->