• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই বৈশাখ ১৪৩১ সকাল ০৯:৩১:৫৩ (26-Apr-2024)
  • - ৩৩° সে:

বেসিক ব্যাংক কেলেঙ্কারি: ৩ মাসের মধ্যে তদন্ত শেষ না করলে দুদকের বিরুদ্ধে ব্যবস্থা


মঙ্গলবার ২৯শে নভেম্বর ২০২২ দুপুর ০১:৩৪



বেসিক ব্যাংক কেলেঙ্কারি: ৩ মাসের মধ্যে তদন্ত শেষ না করলে দুদকের বিরুদ্ধে ব্যবস্থা

ছবি : সংগৃহীত

আগামী তিন মাসের মধ্যে বেসিক ব্যাংকের মামলাগুলোর তদন্ত শেষ করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। অন্যথায় দুদকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ এই নির্দেশ দেন। এ সময় বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারি ও অর্থ আত্মসাৎ মামলায় ব্যাংকটির শান্তিনগর শাখার সাবেক ম্যানেজার মোহাম্মদ আলীকে জামিন দেয়নি হাইকোর্ট। একইসাথে আদালতের দেয়া জামিন সংক্রান্ত রুল খারিজ করে দেন হাইকোর্ট।

আদালত বলেন, ২০১৫ সালে এই মামলাগুলো দাখিল করা হয়েছিলে। অথচ তদন্ত কাজ আজও শেষ করতে পারেনি দুদক। এই অবস্থায় দীর্ঘ সময়ের কারণে মামলার আলামত নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। হাইকোর্ট আরও বলেন, তদন্ত সঠিক না হলে পৃথিবীর অনেক দেশে তদন্ত কর্মকর্তা পদত্যাগ করেন। তাই দুদককে সঠিকভাবে এই মামলার তদন্ত কাজ শেষ করতে হবে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ