• ঢাকা
  • |
  • শনিবার ৬ই বৈশাখ ১৪৩১ ভোর ০৪:০০:৩৭ (20-Apr-2024)
  • - ৩৩° সে:

বিশ্বকাপ শুরুর আগে শেষ ম্যাচ, মাঠে নামছে ইংলিশ জায়ান্টরা


শনিবার ১২ই নভেম্বর ২০২২ দুপুর ০২:৫৩



বিশ্বকাপ শুরুর আগে শেষ ম্যাচ, মাঠে নামছে ইংলিশ জায়ান্টরা

ছবি : সংগৃহীত

৮ দিন পর শুরু হতে যাচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত কাতার বিশ্বকাপ। ইতোমধ্যে চূড়ান্ত দলও ঘোষণা করছে দলগুলো। ইউরোপের বিভিন্ন লিগগুলো প্লেয়ারদের ছুটিতে পাঠালেও ব্যাতিক্রম ইংলিশ প্রিমিয়ার লিগ। বিশ্বকাপ শুরু হওয়ার ছয়দিন আগে মিলেছে প্লেয়ারদের ছুটি। তাই, বিশ্বকাপ বিরতিতে যাওয়ার আগে পৃথক ম্যাচে রাতে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি, লিভারপুল, চেলসির মতো জায়ান্টরা।

নিজেদের মাঠ ইতিহাদে শনিবার (১২ নভেম্বর) ব্রেন্টফোর্ডের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ব্রেন্টফোর্ডকে হারালেই শীর্ষস্থানে উঠে আসবে সিটিজেনরা। ইনজুরি কাটিয়ে একাদশে ফিরছেন গোলমেশিন খ্যাত আর্লিং হাল্যান্ড। প্রিমিয়ার লিগে ১২ ম্যাচে করেছেন ১৮ গোল, গোল্ডেন বুট দৌড়ে রয়েছেন সবার ওপরে।

এছাড়াও দলের অন্যতম প্রাণভোমরা কেভিন ডি ব্রুইনা রয়েছেন তার সেরা ছন্দে। প্রিমিয়ার লিগে সতীর্থদের দিয়ে একের পর এক গোল করিয়ে জয় উপহার দিয়ে যাচ্ছেন। খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায়।

অন্যদিকে, অ্যানফিল্ডে সাউদাম্পটঙ্কে আতিথ্য দিবে লিভারপুল। গেলো মৌসুমে রানার-আপ হওয়া দলটি সাদিও মানে চলে যাওয়ার পর থেকেই খেই হারিয়ে ফেলে। ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তালিকার ৮ নম্বরে রয়েছে দলটি। তবে শেষ ম্যাচে মোহাম্মাদ সালাহর জোড়া গোলে টটেনহ্যামকে হারিয়ে লড়াইয়ে ফেরার আভাস দেয় অলরেডরা। তাই সাউদাম্পটনকে হারিয়ে জয়েরধারা ধরে রাখতে চায় লিভারপুল। বাংলাদেশ সময় রাত নয়টায় শুরু হবে ম্যাচটি।

রাতের আরেক ম্যাচে, অপ্রতিরোধ্য নিউক্যাসেলের বিপক্ষে খেলতে নামবে চেলসি। এই মৌসুমে খাঁদের কিনারায় পড়ে আছে দলটি। প্রিমিয়ার লিগে একের পর এক ম্যাচে হারের কারণে চাকরি চলে যায় কোচ থমাস টুখেলের। বর্তমান কোচ গ্রাহাম পটারের অধিনেও নিজেদের মেলে ধরতে পারছেন না ব্লুজরা। প্রিমিয়ার লিগে শেষ ৫ ম্যাচে জয় পেয়েছে কেবল একটি, তালিকায় ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ৭ম স্থানে রয়েছে চেলসি।

পক্ষান্তরে নিউক্যাসেলের জয়রথ চলছেই। শেষ ১০ ম্যাচে ৭ জয় ও ৩ টি ড্র করে পয়েন্ট তালিকার তৃতীয়স্থানে রয়েছে দলটি। হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে এগারোটায়।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ