• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৫ই মাঘ ১৪৩১ সকাল ০৯:৩১:৩৬ (28-Jan-2025)
  • - ৩৩° সে:

দ্বিতীয় টি-টোয়েন্টিতেও অস্ট্রেলিয়াকে হারাল ভারত


সোমবার ২৭শে নভেম্বর ২০২৩ সকাল ১১:৫১



দ্বিতীয় টি-টোয়েন্টিতেও অস্ট্রেলিয়াকে হারাল ভারত

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

পাহাড়সম লক্ষ্যতাড়ায় শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। তবে মার্কাস স্টয়নিস এবং টিম ডেভিডের বিধ্বংসী ব্যাটিংয়ে ভারতকে বেশ চাপে ফেলে দিয়েছিল অজিরা। এই জুটি ভাঙার পর জয়টা সময়ের ব্যাপার হয়ে যায় ভারতের জন্য। বড় ব্যবধানে জিতে সিরিজে ২-০ ব্যবধানে লিড নিয়েছে সূর্যকুমার যাদবের দল। 

রোববার (২৬ নভেম্বর) ভারতের ভিশাখাপাটনামে অস্ট্রেলিয়াকে ৪৪ রানে হারিয়েছে ভারত। ভারতের দেয়া ২৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯১ রানে থামে অজিরা। 

রান তাড়ায় প্রথম দুই ওভারে ৩১ রান নিয়ে ভালোই শুরু করেছিল অস্ট্রেলিয়া। তবে তৃতীয় ওভারে রবি বিষ্ণোই এসে লাগাম টেনে ধরেন। ম্যাথু শর্টকে ফিরিয়ে প্রথম উইকেটও এনে দেন তিনিই। পরের ওভারে গত ম্যাচের সেঞ্চুরিয়ান জশ ইংলিসকেও সাজঘরে ফেরান তিনিই। 

গ্লেন ম্যাক্সওয়েল শুরুটা ভালোই করেন। তবে তাকে ১২ রানের বেশি করতে দেননি অক্ষর প্যাটেল। উইকেটের মিছিলে স্মিথ ফেরেন ১৯ রান করে। ৫৮ রানে ৪ উইকেট হারানোর পর হাল ধরেন ডেভিড এবং স্টয়নিস। 

পঞ্চম উইকেটে মারকুটে এই দুই ব্যাটার ৩৭ বলে যোগ করেন ৮১ রান। তবে ডেভিডকে ফিরিয়ে আবারও ম্যাচের লাগাম টানেন বিষ্ণোই। ২২ বল ৩৭ রান করে আউট হয়েছেন ডেভিড। ২৩ বলে ৪৫ রান করা স্টয়নিস আউট হন পরের ওভারে। এরপর হারটা হয়ে যায় সময়ের ব্যাপার। শেষদিকে ম্যাথু ওয়েড ২৩ বলে ৪২ রান করলেও সেটা ব্যবধান কমানো ছাড়া কোনো কাজে আসেনি। 

এর আগে ব্যাটিংয়ে নেমে পাওয়ারপ্লেতে ঝড় তোলে ভারত। প্রথম ৬ ওভারে স্বাগতিকরা করে ৭৭ রান। ২ ছক্কা ও ৯ চারে পাওয়ারপ্লেতেই ফিফটি তুলে নেন যশস্বী জয়সওয়াল। ৫৩ রান করে নাথান এলিসের শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি। 

দ্বিতীয় উইকেটে ইশান কিষানকে নিয়ে ৮৭ রানের জুটি গড়েন রুতুরাজ গায়কোয়াড়। দুজনেই পেয়েছেন ফিফটির দেখা। ৩২ বলে ৫২ রান করা ইশানকে আউট করেছেন স্টয়নিস। ১৯ রান করে সূর্য ফেরেন এলিসের বলে। 

তুলনামূলক ধীরগতির ইনিংস খেলে শেষ ওভারে আউট হন গায়কোয়াড়। ৪৩ বলে ৫৮ রান করেছেন তিনি। অনবদ্য ব্যাটিং করেছেন রিঙ্কু। ৯ বলের ইনিংসে বাউন্ডারি মেরেছেন ৬টি। ৪ চার ও ২ ছক্কায় করেছেন ৩১ রান। তাতে ভারতের রান গিয়ে পৌঁছায় ২৩৫-এ।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->