• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই পৌষ ১৪৩১ রাত ১১:০৮:৪১ (30-Dec-2024)
  • - ৩৩° সে:

দেশে ফিরেছেন ৩২ হাজার ৮৫৬ হাজি, ৫৬ জনের মৃত্যু


রবিবার ৩০শে জুন ২০২৪ দুপুর ০২:৫৫



দেশে ফিরেছেন ৩২ হাজার ৮৫৬ হাজি, ৫৬ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৫৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে। আর পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ৩২ হাজার ৮শ ৫৬ জন হাজি দেশে ফিরেছেন। 

রোববার ভোর রাতে দেওয়া হজ পোর্টালের সবশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, সৌদি থেকে ৮৫টি ফ্লাইটে এসব হাজি বাংলাদেশে এসেছেন। 

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৮টি, সৌদি এয়ারলাইন্স ৩৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৩টি ফ্লাইট পরিচালনা করে। আগামী ২২ জুলাই পর্যন্ত হাজিদের ফিরতি ফ্লাইট অব্যাহত থাকবে। 

অপরদিকে নিহত ৫৬ জন হজ যাত্রীদের মধ্যে পুরুষ ৪৩ এবং নারী ১৩ জন। তাদের মধ্যে মক্কায় ৪৫ জন, মদিনায় ৪ জন, মিনায় ৬ জন ও জেদ্দায় একজন মারা গেছেন। সৌদি আরবের আইন অনুযায়ী মারা যাওয়া ব্যক্তিদের সে দেশে দাফন করা হচ্ছে। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->