• ঢাকা
  • |
  • বুধবার ১১ই বৈশাখ ১৪৩১ সকাল ০৮:৩১:৪২ (24-Apr-2024)
  • - ৩৩° সে:

বাংলা একাডেমি পুরস্কার ফিরিয়ে দিয়ে কী বললেন জাকির তালুকদার?

চ্যানেল এস ডেস্ক: জনপ্রিয় কথাসাহিত্যিক জাকির তালুকদার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ফিরিয়ে দিয়েছেন। তিনি নিজেই তার ফেসবুকে এটি নিশ্চিত করেছেন। রোববার (২৮ জানুয়ারি) নিজের ফেরিফাইয়েড ফেসবুকে একটি পোস্ট করেন জাকির তালুকদার। সেই পোস্টে জাকির তালুকদার লিখেছেন, ‘পাঠিয়ে দিলাম। খুব ভারমুক্ত লাগছে।’ সাথে পুরস্কার ফেরত দেওয়ার আবেদন ফর্মের একটি ছবি ও একটি চেকের পাতা সংযুক্ত করেছেন তিনি। আবেদনটি লেখা হয়েছে বাংলা একাডেমি মহাপরিচালক বরাবর। আর চেকের পাতায় দেখা গেছে এক লক্ষ টাকার পরিমানের অংক উল্লেখ করা। এই পোস্টটি শেয়ার করার পর দেখা গেছে প্রায় দুইশ জন সেখানে মন্তব্য করেছেন। একজন শুভানুধ্যায়ী জানতে চেয়েছেন কেন তিনি পুরস্কার ফিরিয়ে দিলেন? এবিষয়ে জাকির তালুকদার লিখেছেন, ‘আগামীকাল পূর্ণ বিবৃতি প্রকাশ করব’।  অন্য একজন বলেছেন, ‘পুরস্কার ফেরত দেয়ায় খুশি হলাম। কিন্তু কারণটা বললে ভালো হতো। অভিনন্দন, প্রিয় জাকির। এই সাহসটা একমাত্র আপনিই দেখালেন।’ এই কথায় লেখক বলেছেন, ‘চিঠি আজ পাঠিয়েছি। উনাদের হাতে পৌঁছাক। আগামীকাল বর্ণনা দেব।’ জাকির তালুকদার বাংলা কথাসাহিত্যে সুপ্রতিষ্ঠিত আসন তৈরি করে নিয়েছেন। তার মহাকাব্যিক উপন্যাস ‘পিতৃগণ’ সমকালীন কথাসাহিত্যে একটি মৌলিক সংযোজন। তিনি বেড়ে উঠেছেন নাটোরে। শিক্ষাজীবনে তিনি চিকিৎসাবিজ্ঞানে স্নাতক এবং স্বাস্থ্যঅর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। কর্মজীবনে তিনি একজন চিকিৎসক। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের চিকিৎসা ও গবেষণা বিভাগে কাজ করছেন।  তিনি এক সময় প্রগতিশীল ছাত্র রাজনীতিতে সরাসরি জড়িত ছিলেন। বরাবর সাম্রাজ্যবাদ বিরোধী সাংস্কৃতিক ও সামাজিক আন্দোলনে যুক্ত থাকায় তার গদ্যে সমাজ বাস্তবতার সঙ্গে রাজনীতি ও ইতিহাসচেতনা এসেছে ভিন্ন মাত্রা নিয়ে। তিনি  ২০১৪ সালে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন। ‘পিতৃগণ’ ছাড়া ‘কুরসিনামা’, ‘মুসলমানমঙ্গল’, ‘কবি ও কামিনী’, ‘ছায়াবাস্তব’, ‘কল্পনা চাকমা ও রাজার সেপাই’ তার উল্লেখযোগ্য গ্রন্থ।