• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:১২:০৯ (03-Dec-2024)
  • - ৩৩° সে:

১২:২৪ পিএম, ১৯ নভেম্বর ২০২২


ক্যাটাগরি

বাংলাদেশ
সারাদেশ
জেলার খবর
শিল্প ও সাহিত্য

পোড়া কয়লা বিক্রি করে ভাগ্য বদল


শনিবার ১৯শে নভেম্বর ২০২২ দুপুর ১২:২৪



পোড়া কয়লা বিক্রি করে ভাগ্য বদল

জ্বালানি কাঠের পোড়া কয়লা বিক্রি করে ভাগ্য বদল করেছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আনোয়ার হোসেন নামে এক যুবক। কম দামে কেনা কয়লা রোদে শুকিয়ে বাছাই করে বস্তাবন্দি করে পাঠিয়ে দেন ঢাকায় ব্যাটারি তৈরির কারখানায়।

 ২৫০ টাকায় কেনা প্রতিবস্তা কয়লা বিক্রি করেন ৫০০ টাকায়। এতে সব খরচ বাদ দিয়েও তার প্রতিমাসে আয় হচ্ছে প্রায় দুই লাখ টাকা। এ কাজে সহযোগিতা করে প্রতি মাসে ১০ থেকে ১৮ হাজার টাকা আয় করছেন ২ নারীসহ ৮ জন শ্রমিক।

 প্রাথমিকের গ-ি না পেরোনো আনোয়ার হোসেন বছর দুয়েক আগেও ছিলেন শ্যালো ইঞ্জিনচালিত নছিমনচালক। ২০২০ সালে করোনা মহামারি চলাকালে জগন্নাথপুর ইউনিয়নের তারাপুর বাজার এলাকায় একলাখ টাকা ঋণ নিয়ে শুরু করেন পোড়া কয়লার ব্যবসা। কয়লার পাশাপাশি তিনি ধান থেকে চিড়া তৈরির কারখানাও করেছেন। 

সহজ শর্তে সরকারি ঋণ পেলে বাড়াতে চান ব্যবসার পরিধি। এদিকে এ উদ্যোক্তাকে সহায়তার আশ্বাস দিয়েছেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ











-->