• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১১ই অগ্রহায়ণ ১৪৩২ রাত ০৮:০৩:৪২ (25-Nov-2025)
  • - ৩৩° সে:

কলাপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত


মঙ্গলবার ১৩ই ডিসেম্বর ২০২২ বিকাল ০৫:৪১



কলাপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন নবাগত জেলা প্রশাসক

আনোয়ার হোসাইন আনু কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার(১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্যের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি পটুয়াখালীর নবাগত জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, কলাপাড়া পৌর সভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার ও কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হোসেন হাওলাদার।

এসময় কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক মোল্ল ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল খান সহ স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা, সুশীল সমাজ, সাংবাদিক ও উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুনঃ


-->