• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:১৬:৫৯ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

গলাচিপায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত-২,আহত-১৫


বৃহঃস্পতিবার ৮ই ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৯:০৭



গলাচিপায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত-২,আহত-১৫

No Caption

মোঃ উজ্জ্বল, গলাচিপা প্রতিনিধি:

পটুয়াখালীর গলাচিপায় ইমরান পরিবহন নামের একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে রাহাত ও বেলাল নামের দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় দুইজনকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে পটুয়াখালী-গলাচিপা সড়কের বাদুরা বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাহাত ও বেলালের বাড়ি গজালিয়া ইউনিয়নে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেল সাড়ে তিনটার দিকে ৩০/৩৫ জন যাত্রী নিয়ে ওই বাসটি গলাচিপার হরিদেবপুর ফেরিঘাট থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা দেয়। এসময় বাদুরা বাজার সংলগ্ন এলাকায় পৌছলে গ্রীন লাইন পরিবহনের একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে বাসটি খাদে পরেড়যায়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস বাসটি উদ্ধারের চেষ্টা চালায়।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->