• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১১:১৬:২৯ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

কাতার বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানে নাচবেন নোরা ফাতেহি


রবিবার ১৮ই ডিসেম্বর ২০২২ দুপুর ০১:১৮



কাতার বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানে নাচবেন নোরা ফাতেহি

ছবি সংগৃহীত

কাতার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও ফ্রান্স। রোববার (১৮ ডিসেম্বর) রাত ৯টায় লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ মহারণ। এদিন আর্জেন্টিনা ও ফ্রান্সের খেলার পাশাপাশি এই আসরের সমাপনী অনুষ্ঠানও হবে। এতে অন্যান্য বিশ্ব তারকাদের সঙ্গে পারফর্ম করবেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহিও। 

উদ্বোধনী অনুষ্ঠানের আদলেই হবে সমাপনী আয়োজন। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ৯টা) খেলা শুরু হবে। তবে এর দেড় ঘণ্টা আগেই অর্থাৎ সাড়ে ৪টার দিকে সবার আসনগ্রহণ করতে হবে। 

সমাপনী অনুষ্ঠান ঠিক কখন ও কতক্ষণ চলবে সে বিষয়ে কিছু বলেনি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তবে কারা অংশগ্রহণ করবে সেই তালিকা প্রকাশ করেছে সংস্থাটি। 

‘আ নাইট টু রিমেম্বার’ নামের একটি গানের সংকলন চলবে। এখানে বিশ্বকাপের স্মরণীয় মুহূর্তগুলো ভিডিওর সাহায্যে দেখানো হবে। ‘লাইট দ্য স্কাই’ শিরোনামের গানের সঙ্গে নাচবেন বলিউড তারকা নোরা ফাতেহি। তার সঙ্গে নাচবেন বালকিস, রহমা রিয়াদ ও মানাল। 

মার্কিন গায়ক ডেভিডো ও আয়েশা বিশ্বকাপের থিম সং ‘হায়া হায়া’ যৌথভাবে গাইবেন। এরপর ওজুনা ও গিমস ‘আর্বো’ শিরোনামের বিশ্বকাপের আরো একটি গান গাইবেন। 

এ ব্যাপারে নোরা ফাতেহি কাতারের একটি সংবাদমাধ্যমকে বলেন, সমাপনী অনুষ্ঠান অনেক জাকজমকপূর্ণ হবে। বিশেষ করে গানের সঙ্গে নাচের যে আয়োজনগুলো আছে সেগুলো তো অবশ্যই আকর্ষণীয় হবে। আমার ভারতের দর্শকসহ পুরো বিশ্বের সবাইকে সমাপনী অনুষ্ঠান বিশেষ করে আমার নাচ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->