• ঢাকা
  • |
  • রবিবার ৮ই পৌষ ১৪৩১ দুপুর ১২:২৬:১৩ (22-Dec-2024)
  • - ৩৩° সে:

মুক্তি পেয়েছে 'দরদ' এর টিজার


সোমবার ১৭ই জুন ২০২৪ রাত ০৮:০১



মুক্তি পেয়েছে 'দরদ' এর  টিজার

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: 

প্রেক্ষাগৃহে ‘তুফান’ সিনেমা মুক্তির মাঝেই নেটদুনিয়ায় মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘দরদ’ সিনেমার টিজার। 

সোমবার (১৭ জুন) ঈদের দিন নেটদুনিয়ায় মুক্তি পেইয়েছে নির্মাতা অনন্য মামুন পরিচালিত দরদ এর টিজার। 

টিজার প্রকাশ করার আগে সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা অনন্য মামুন বলেন চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পাবে 'দরদ'। 

এর আগে শোনা গিয়েছিল সিনেমাটি একাধিক ভাষায় ডাব করে একসঙ্গে ৩০টি দেশে মুক্তি দেয়ার ঘোষণা দেবেন অনন্য মামুন। 

সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান। সিনেমাটির শুটিং হয়েছে ভারতের বারাণসী ও এলাহাবাদে। 

‘দরদ’ সিনেমায় শাকিব-সোনাল ছাড়া আরও অভিনয় করেছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়া, জেসিয়া ইসলামসহ অনেকে। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->