• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫০:৫৬ (21-Jan-2025)
  • - ৩৩° সে:

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন


মঙ্গলবার ২৫শে জুন ২০২৪ সকাল ১১:৩৬



হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: 

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি। 

মঙ্গলবার (২৫ জুন) সকালে চিফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। পরে ঢাকার সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত তার জামিন মঞ্জুর করেন। 

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঢাকা জেলার পরিদর্শক মো. মনির হোসেন সম্প্রতি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন। তাদের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করা হয় প্রতিবেদনে। 

 এরপর গত ১৮ এপ্রিল ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে করা মামলায় নায়িকা পরীমণি ও জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমকে ২৫ জুন হাজির হতে সমন জারি করেন আদালত। 

২০২২ সালের ৬ জুলাই সাভার বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে এ মামলা করেন। মামলায় বাদী নাসির উদ্দিন উল্লেখ করেন, ২০২১ সালের ৯ জুন রাত ১২টার পর আসামিরা সাভারের বোট ক্লাবে মদ পান করেন ও এক পর্যায়ে ব্যবসায়ী নাসিরের সঙ্গে বাগ্‌বিতন্ডায় জড়িয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করেন। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->