চ্যানেল এস ডেস্ক:
দেশের বাজারে রেকর্ড পরিমাণ বাড়লো স্বর্ণের দাম। ভরিতে বাড়ানো হয়েছে এক হাজার ১৯০ টাকা। ফলে ভালো মানের অর্থাৎ, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হবে এক লাখ ২০ হাজার ৮১ টাকা। এটিই এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের সর্বোচ্চ দাম।
আজ থেকে নতুন দাম কার্যকর হবে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম।
মন্তব্য করুনঃ