• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫৮:৫১ (21-Jan-2025)
  • - ৩৩° সে:

যে কোনো দেশ থেকেই আলু ও পেঁয়াজ আমদানি করা যাবে


শনিবার ১৩ই জুলাই ২০২৪ সন্ধ্যা ০৭:২৬



যে কোনো দেশ থেকেই আলু ও পেঁয়াজ আমদানি করা যাবে

No Caption

চ্যানেল এস ডেস্ক: 

আলু ও পেঁয়াজের আমদানিতে আইপি অনুমোদন দেয়া হয়েছে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, যে কোনো আমদানিকারক এখন যে কোনো দেশ থেকে চাইলেই পেঁয়াজ ও আলু আমদানি করা যাবে। 

শনিবার রাজধানীর কারওয়ানবাজারে টিসিবি অডিটোরিয়ামে জাতীয় রফতানি ট্রফি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

গত ৬ মাসে মজুতদারি করে কোনো পণ্যে কেউ কারসাজি করতে পারেনি দাবি করে প্রতিমন্ত্রী বলেন, ভারি বৃষ্টির কারণে দেশের ১৮ জেলা তলিয়ে গেছে। এতে পণ্য আসতে সমস্যা হচ্ছে, যা সাময়িক।এছাড়া চাইলেই এখন যে কোনো দেশ থেকে পেঁয়াজ ও আলু আমদানি করা যাবে। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->