• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৬:০৩:৩১ (08-Sep-2024)
  • - ৩৩° সে:

ক্রেডিট কার্ডে বাংলাদেশিদের ব্যয় বেশি বেড়েছে যুক্তরাষ্ট্রে


মঙ্গলবার ১৬ই জুলাই ২০২৪ বিকাল ০৩:৪১



ক্রেডিট কার্ডে বাংলাদেশিদের ব্যয় বেশি বেড়েছে যুক্তরাষ্ট্রে

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

যুক্তরাষ্ট্রে গত মে মাসে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের ব্যবহার সবচেয়ে বেশি বেড়েছে। দেশটিতে এপ্রিল মাসে বাংলাদেশি ক্রেডিট কার্ডধারীরা খরচ করেন ৬৬ কোটি টাকা।

এক মাসের ব্যবধানে মে মাসে তা বেড়ে দাঁড়ায় ৭৬ কোটি টাকায়। দেশে-বিদেশে ক্রেডিট কার্ডের ব্যবহার নিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বিভাগ দেশের ক্রেডিট কার্ড ইস্যুকারী ৪৪টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানের তথ্য নিয়ে প্রতিবেদনটি তৈরি করেছে। মাস ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করে থাকে বাংলাদেশ ব্যাংক। প্রতিবেদনটিতে দেশের অভ্যন্তরে ও বিদেশে বাংলাদেশি নাগরিকদের এবং দেশের ভেতরে বিদেশি নাগরিকদের ক্রেডিট কার্ড ব্যবহারের তথ্য তুলে ধরা হয়।

মন্তব্য করুনঃ


-->