• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:২৬:০৭ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

কুয়াকাটায় শেষ হলো রোলার স্কেটিং ম্যারাথন প্রতিযোগীতা


শনিবার ২৭শে মে ২০২৩ বিকাল ০৪:০২



কুয়াকাটায় শেষ হলো রোলার স্কেটিং ম্যারাথন প্রতিযোগীতা

বিচ ক্লিনিং ক্যাম্পিং

আনোয়ার হোসেন আনু, কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি

পটুয়াখালীর কুয়াকাটায় বীচ ক্লিনিং ক্যাম্পিংয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে দু’দিন ব্যাপী বিসিপিসিল দ্বিতীয় রোলার স্কেটিং ম্যারাথন প্রতিযোগীতা।  

শনিবার(২৭ মে) দুপুরে কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে এ প্রতিযোগীতা সমাপ্ত করা হয়। 

এর আগে শুক্রবার বিকেলে কলাপাড়ার পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ লেন সড়কে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের উদ্যোগে দু’দিন ব্যাপী এ প্রতিযোগীতার উদ্বোধন করা হয়।  

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রতিযোগীতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদ । প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

আজ সৈকতের জিরো পয়েন্ট এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। বীচ ক্লিনিং অভিযান কার্যকমে অন্যান্যদরে মধ্যে জেলা কুয়াকাটা জোনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রবিউল ইসলাম,সহকারী কমিশনার(ভূমি) কৌশিক আহমেদ ও কুয়াকাটা ট্যুরিষ্ট পলিশের পরিদর্শক হাসনাইন পারভেজ সহ স্কেটিং ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->