জাকির হোসেন, চলনবিল প্রতিনিধি :
সিরাজগঞ্জ সদরে বাস ও ট্রেনের সংঘর্ষের ঘটনায় বাবুল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৭ জন।
বৃহস্পতিবার(২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টার সময় সদর উপজেলার কড্ডা মোড় রেলগেটে এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের সাথে ঠাকুরগাঁ থেকে মুন্সিগঞ্জগামী তাজ এক্সপ্রেস নামের যাত্রীবাহী বাসের সংঘর্ষ হলে বাবুল সহ অন্তত ২৭জন আহত হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পতে বাবুলের মৃত্যু হয়। সে দূর্ঘটনা কবলিত বাসের সুপারভাইজার ছিল বলে জানা গেছে।
আহতদের মধ্যে ৪/৫ জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা: ফয়সাল আহম্মদ।
মন্তব্য করুনঃ