মফস্বল ডেস্ক :
সিরাজগঞ্জের সলঙ্গায় আমের ট্রাক ও গরুবাহী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন। এ ঘটনায় পিকআপে থাকা ৩টি গরুও মারা যায়।
বৃহস্পতিবার (২৯ জুন) সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবির জানান, আম বোঝাই ট্রাকটি রাজশাহী থেকে হাটিকুমরুলের দিকে যাচ্ছিল। ট্রাকটি রামকৃষ্ণপুর ইউনিয়নের পুকুরপাড় এলাকায় পৌঁছালে বনপাড়াগামী একটি গরুবাহী পিক আপের সাথে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ ৪জন নিহত হন, আহত হন আরও ২ জন। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
এরই মধ্যে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি। নিহতদের পরিচয় শনাক্তেও কাজ চলছে।
মন্তব্য করুনঃ