• ঢাকা
  • |
  • বুধবার ৯ই মাঘ ১৪৩১ সকাল ০৭:১০:০৪ (22-Jan-2025)
  • - ৩৩° সে:

পূর্ব শত্রুতার জেরে পবায় যুবককে পিটিয়ে হত্যা


শুক্রবার ৩০শে জুন ২০২৩ বিকাল ০৩:০৪



পূর্ব শত্রুতার জেরে পবায় যুবককে পিটিয়ে হত্যা

ছবি সংগৃহীত

মফস্বল ডেস্ক :

পূর্ব শত্রুতার জেরে মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে রাজশাহীর পবা উপজেলার তালগাছি গ্রামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মৃত রাব্বানী (২৬) রাজশাহীর পবা উপজেলার তালগাছি গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে।

বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাব্বানীর মৃত্যু হয়।

এলাকার সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় ৬টায় তালগাছি এলাকার ব্রিজের সামনে মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারি হয়।পরে রাব্বানীকে লাঠি দিয়ে পেটায় কয়েকজন। এ সময় এলাকাবাসী এগিয়ে গেলে সংঘর্ষে জড়িত সকলে পালিয়ে যায়। পরে রাব্বানীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ বলছে, ঘটনার পরে পরিবারের পক্ষে থেকে ৮ জনকে আসামি করে পবা থানায় মামলা করেছে নিহতের পরিবার। আসামিদের ধরতে অভিযান চলছে

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ





















-->