• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে আশ্বিন ১৪৩২ রাত ০৮:৪৭:৩২ (13-Oct-2025)
  • - ৩৩° সে:

স্টাফ রিপোর্টার পদে "চ্যানেল এস" এ চাকরির সুযোগ


রবিবার ১৯শে নভেম্বর ২০২৩ দুপুর ০১:১২



স্টাফ রিপোর্টার পদে "চ্যানেল এস" এ চাকরির সুযোগ

No Caption

পদের নাম: স্টাফ রিপোর্টার।

পদসংখ্যা:  ০৬

কাজের দায়িত্ব:

  • সঠিকভাবে ডে-ইভেন্ট, ফিচার ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরি করা,
  • চলমান অর্থনৈতিক বিষয় (দেশি ও আন্তর্জাতিক) সম্পর্কে খোঁজ রাখা;
  • তথ্য বা উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করা;
  • শুদ্ধ উচ্চারণে নিউজে ভয়েস ওভার দেয়া;
  • তথ্য যাচাই করা;
  • নিউজ সোর্স তৈরি ও যোগাযোগ রক্ষা করা;
  • নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা ।

শিক্ষাগত যোগ্যতা:
প্রার্থীকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, বাণিজ্য বিষয়ে স্নাতক পাস হতে হবে।

অভিজ্ঞতা: 
সংশ্লিষ্ট কাজে সর্বোচ্চ ১-২বছরের অভিজ্ঞতা এবংনতুনদেরও অগ্রাধিকার দেয়া হবে।

বয়স সীমা: ২২ থেকে ৩০ বছর

চাকরির ধরন: ফুলটাইম

প্রয়োজনীয় দক্ষতা:

  • ইংরেজি থেকে বাংলা নিউজ অনুবাদ করতে পড়তে হবে;
  • সাংবাদিকতা পেশার নৈতিক নিয়মাবলী মেনে চলতে হবে;
  • সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ও কমিউনিটি গাইডলাইন মেনে চলা;
  • দলগত পরিবেশে সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে চলার মানসিকতা থাকতে হবে;
  • বাংলায় দ্রুত টাইপিং দক্ষতা থাকতে হবে

বেতন:  ২৫০০০-৩০০০০ (মাসিক) টাকা।

আবদেনের শেষ তারিখ: ২৬ নভেম্বর, ২০২৩

অন্যান্য সুবিধা: কোম্পানির নীতি অনুসারে, কর্মীদের জন্য একটি উৎপাদনশীল ও সন্তোষজনক কাজের পরিবেশ এবং আকর্ষণীয় সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

সকল পদে আবেদনের প্রক্রিয়া: আবেদন করার আগে, কাজের বিবরণ পড়ুন। যোগ্যতা মিলে গেলে, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি সহ আপডেট করা সিভি সহ উক্ত ই-মেইল এ আবেদন করুন: channelsjob@gmail.com বা যোগাযোগ করুন: 01771006000, । শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য যোগাযোগ করা হবে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ











-->